রোববার গুলশান-২ এড়িয়ে চলার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৬ পিএম
রোববার গুলশান-২ এড়িয়ে চলার অনুরোধ

আগামী রোববার (২৬ জানুয়ারি) গুলশান-২ গোলচত্বর এলাকায় যানজট এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকল্প পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং পরিবেশবান্ধব গণপরিবহন উন্নয়নের লক্ষ্যে এমআরটি লাইন-৫ নর্দান রুটের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে গুলশান-২ মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলবে।  

উল্লেখ করা হয়, রোববার সকাল ৮টা থেকে গুলশান-২ গোলচত্বরের নির্দিষ্ট লেনে যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ জনগণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিকল্প পথ ব্যবহারেরও অনুরোধ জানানো হয়েছে।  

কাজ চলাকালীন যেকোনো সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি।  

যাত্রীরা এই সময় গুলশান-২ এলাকা এড়িয়ে বনানী, বারিধারা বা হাতিরঝিল সংলগ্ন রাস্তাগুলো ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় সময়ের আগে বের হলে যানজট এড়ানো সহজ হবে বলে জানানো হয়েছে।  

ঢাকা শহরে পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের এই উদ্যোগ যানজট কমানোর পাশাপাশি নগরবাসীর চলাচলে দীর্ঘমেয়াদে স্বস্তি আনবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে