র‍্যাবের নাম ও পোশাকে পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৩ পিএম
র‍্যাবের নাম ও পোশাকে পরিবর্তন আসছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম ও পোশাকে পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হচ্ছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রয়োজনে র‍্যাবকে নতুন করে গঠন করা হতে পারে। তিনি বলেন, “র‍্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। একটা আইডিয়া দেওয়া হয়েছে নাম ও পোশাকের ক্ষেত্রে।” তিনি উল্লেখ করেন, র‍্যাবের কার্যক্রম ও ভূমিকা নিয়ে চিন্তাভাবনা চলছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকলের মতামত বিবেচনা করা হবে।

সোমবার রাতে রাজধানীর উত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। অপরাধীরা অপরাধ করার পর যদি আমরা দ্রুত ব্যবস্থা না নেই, তখনই প্রশ্ন ওঠে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের মতো অপরাধ আগের তুলনায় কমলেও তা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কী করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”  

এছাড়া, তিনি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নিত্যনৈমিত্তিক দাবি-দাওয়া ও আন্দোলনের বিষয়ে মন্তব্য করে বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে দাবি-দাওয়া শুনতে শুনতে তাদের মূল কাজে ব্যাঘাত ঘটছে। এতে তাদের শক্তি কমে যাচ্ছে।” তিনি আন্দোলনকারীদের নির্দিষ্ট স্থান যেমন সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের পরামর্শ দেন এবং রাস্তা-ঘাট বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান।  

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। তবে সরকার র‍্যাব বিলুপ্ত না করে পুনর্গঠনের কথা ভাবছে বলে জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেন, “ওএইচসিএইচআরের প্রতিবেদনকে স্বাগত জানানো হয়েছে। আমরা তাদের সুপারিশ বিবেচনা করব এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”  

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে