লাকসাম ইউসিসিএ ৪৬তম বার্ষিক সাধারণ সভা

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৪:৩২ পিএম
লাকসাম ইউসিসিএ ৪৬তম বার্ষিক সাধারণ সভা

লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) ৪৬তম বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ। লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান এড. বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক  সাধারণ সভায় বক্তব্য রাখেন ইউসিসিএ ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, পরিচালক মোঃ শহিদ উল্লাহ, পরিচালক আবু বকর জায়েদ, পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় অফিসার তাহেরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ বদরুল ইসলাম, জুনিয়র অফিসার মাইন উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন, সমবায়ী সাইফুল ইসলাম খোকন, মোহাম্মদ উল্লাহ, লাকসাম প্রেস ক্লাব আহ্বায়ক মনির আহমেদ প্রমুখ। লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ৪৬তম বার্ষিক  সাধারণ সভা উপলক্ষে এবার জমজমাট আয়োজন করা হয়। সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বার্ষিক প্রতিবেদন দাখিল ও দারিদ্র্য বিমোচন করা এবং ইউসিসিএ এর বেদখলীয় সম্পদ উদ্ধার সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে