লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৪ পিএম
লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার  মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মমকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা মাদক প্রতিরোধ, পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ, যানজট নিরসন, ঝাটকা নিধন প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ,শিমুলিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধে আলোচনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে