শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিক শ্রেণির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বললেন, প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণ হয়। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দেয়া হবে।
তারেক রহমান আরও যোগ করে বলেন, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দিতে চাই। দেশের বড় প্রতিষ্ঠানগুলো আপনাদের নিয়োগ করলে প্রতিষ্ঠানের ট্যাক্স সমন্বয়ের একটা চিন্তাও আমাদের আছে। উদ্যোমীদের সহজে ঝণ দেয়ার পরিকল্পনাও আমাদের আছে। সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার ইচ্ছে আছে। বিচারিক প্রক্রিয়ায় সংস্কার এনে কীভাবে সুবিধা দেয়া যায় তা ভাবা হবে। স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আপনারা একা নন আপনাদের নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই। আপনাদের প্রতিবন্ধকতা মানে আমাদের প্রতিবন্ধকতা। সবার জন্য সুন্দর ও উপভোগ্য দেশ গড়ে তোলা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে আপনাদের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ ও যাতায়াত এক্সেসেবল করতে আমরা কাজ করব। আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার রক্ষা করার। যার ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা।