শুভ্র পোশাকে উষ্ণতা ছড়ালেন রুনা খান

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:২০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
শুভ্র পোশাকে উষ্ণতা ছড়ালেন রুনা খান

বয়স তার ৪১, কিন্তু এখনো একুশ বছরের তরুনীর মতোই লাবন্য তার রুপে। রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে। যত দিন যাচ্ছে, নিজেকে গ্ল্যামার কুইন হিসেবেই প্রতিষ্ঠিত করছেন। বলছিলাম অভিনেত্রী রুনা খানের কথা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। নিয়মিত নিজের ছবি-ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। গতকাল বৃহস্পতিবার নতুন কিছু ছবি শেয়ার করে উত্তাপ ছড়ালেন রুনা। যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালেই সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কভারের সাদা কন্যা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি। ওই ছবিগুলোর একটিতে দেখা যায়, রুনার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার বডিকোন গাউন। অন্যটিতে স্লিভলেস গাউন এবং আরেকটি ছবিতে সাদা লং কোটির সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন অভিনেত্রী। ভারি মেকআপ আর সবগুলো পোশাকেই বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট মাত্রই শোরগোল পড়ে যায় অনুরাগীদের মাঝে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টসবক্সে। একজন লিখেছেন, ‘আগুন!!! ফায়ার ব্রিগেড!!’ অপর একজন লিখেছেন, ‘কুইন’। অভিনেত্রীর গ্ল্যামারের প্রশংসায় অসংখ্য মন্তব্য করতে দেখা গেছে ভক্তদের। সামনে অভিনেত্রীকে দেখা যাবে জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায়। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW