শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক)’র শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। অ্যাকাডেমিক ভবনের প্রশাসনিক শাখার গেটের সামনে থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনের বান্দরোডে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন থেকে শিক্ষক সংকট প্রকট আকার ধারন করায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয়ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমে চরমভাবে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে মেডিক্যাল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ৬০ শতাংশের ওপরে শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমরা চাই দ্রুত শূন্য পদে শিক্ষকদের পদায়ন করা হোক পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিনাকারণে বদলিকৃত শিক্ষকদের ফিরিয়ে আনা হোক।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শের-ই বাংলা মেডিক্যাল কলেজে শিক্ষক সংকট নিরসন ইস্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নীরব ভূমিকার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মাত্র চারজন লেকচারার শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শান্ত করতে চাচ্ছে। তারা আরও বলেন, জনগনের গদিতে বসে তারা যখন যা ইচ্ছা তাই করবে আর আমরা তা মেনে নিবো, তা হবেনা। আমাদের শিক্ষক সংকট নিরসন ইস্যুর মতো যৌক্তিক দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। যেকারণেই কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মেডিকেল কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাঈম বলেন, শিক্ষক সংকট ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচির কারণে মেডিক্যাল কলেজে ক্লাশ, পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকগুলোতে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউনের ব্যানার সাটিয়ে দিয়েছেন।
কলেজের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, কলেজে শিক্ষকদের ৩৩৪টি পদের মধ্যে ১৪৬টি পদে শিক্ষক রয়েছে, বাকী ১৮৮ পদ শূন্য রয়েছে। বুধবার সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কর্মসূচির কারণে অধ্যক্ষ কার্যালয়ের বাহিরে অবস্থান করছেন। পাশাপাশি প্রধান ফটকগুলোতে তালাবদ্ধ অবস্থায় দেখে শিক্ষকরাও বাহিরে দাঁড়িয়ে রয়েছেন। এসময় শিক্ষক সংকটের কথা স্বীকার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। তাদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। দ্রুত সকল সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।