শেরপুরে ছাত্রদের ‘কফিন মিছিল’

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৬ পিএম
শেরপুরে ছাত্রদের ‘কফিন মিছিল’

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ কাশেমের মৃত্যুর প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুুধবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কফিন নিয়ে শহরের থানা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহীদ মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নানা শ্লোগান দেন নেতারা। এসময় উপস্থিত ছিলেন শেরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনসহ অনেকেই। গেল বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের গুলিতে ও গাড়ি চাপায় শেরপুরে শহীদ হন তিনজন। শহীদ শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। একইসাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে