শেয়ারবাজারে দরপতন অব্যাহত

এফএনএস অনলাইন ডেস্ক: : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৪ এএম : | আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
শেয়ারবাজারে দরপতন অব্যাহত

দেশের শেয়ারবাজারে দরপতন থামছেই না। প্রায় প্রতিদিনই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। ফলে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লাও ভারী হচ্ছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢালাও দরপতন হয়েছে। ফলে কমেছে সবকয়টি মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।   এই পাঁচ কর্মদিবসে শেয়ারবাজার থেকে ১১৪ পয়েন্ট সূচক হারিয়ে গেছে। বুধবারের পতন নিয়ে শেয়ারবাজার টানা ৫ কর্মদিবস পতন হয়েছে। আর পাঁচ কর্মদিবসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১৩ হাজার ৪৬৮ কোটি টাকা। এর মধ্যে শুধু বুধবার একদিনেই হারিয়েছে ৮ হাজার ৪৮৩ কোটি টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের চার কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।  

এর আগে সপ্তাহের প্রথম দুই কার্যদিবস দরপতনের সঙ্গে শেয়ারবাজারে বড় ধরনের লেনদেন খরা দেখা দেয়। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টানা দুই কার্যদিবস তিনশ কোটি টাকার কম লেনদেন হয় ডিএসইতে। তবে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর কল্যাণে লেনদেন কিছুটা বাড়বে। একই সঙ্গে দাম বাড়ার তালিকা কিছুটা বড় হয়। তবে পতনের হাত থেকে রক্ষা পায়নি মূল্যসূচক।

এমন পরিস্থিতিতে আজ বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে অল্প সময়ের মধ্যে দাম বাড়ার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে মূল্যসূচকও পজিটিভ হয়। লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।  

কিন্তু সকাল সাড়ে ১০টার পর থেকে আবার পতন প্রবণতা দেখা দেয়। লেনদেনের সময় যত গড়াতে থাকে দাম কমার তালিকাও তত বড় হতে থাকে। লেনদেনের শেষদিকে পতনের মাত্রা আরও বেড়ে যায়। ফলে ঢালাও দরপতনের পাশাপাশি মূল্যসূচকের মোটামুটি বড় পতন দিয়েই শেষ হয় দিনের লেনদেন।  


বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১২.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৪ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকার বা ২০ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫০টির বা ১৫.৫৩ শতাংশের, কমেছে ২৯১টির বা ৭২.৯৩ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৫৮টির বা ১৪.৫৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে।


বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

প্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৯১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯.২৮ শতাংশ।

আর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিউলাইন ক্লোথিংসের ৫.৮১ শতাংশ, ফাইন ফুডসের ৫.৬৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৪০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫.০৫ শতাংশ এবং ড্রাগণ সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর ৪.৭২ শতাংশ কমেছে।


বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৬.৬২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৪.২৬ শতাংশ।

আর ১ টাকা ১০ পয়সা বা ৩.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৩.৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৫৬ শতাংশ, পিপুলস ইন্সুরেন্সের ১.৯৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১.৬৫ শতাংশ, আমান কটনের ১.৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW