শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৯ পিএম
শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা

শ্রীমঙ্গলে মাদক, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ,  নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনু্ষ্িঠত হয়েছে।

সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে এই বিট পুলিশিং সভা অনু্ষ্িঠত হয়।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম।

সভায় বক্তব্য রাখেন আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সচিব দীপক শর্মা, হিরন্ময় সিংহ, মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম, হাজী ফুল মিয়া, বিট অফিসার উপ-পুলিশ পরিদর্শক  বাবলু কুমার পাল, উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক সজীব চৌধুরী প্রমুখ।

বিট পুলিশিং সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, বিভিন্ন অপরাধ নির্মুল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং চোর, ডাকাতসহ যেকোন অপরাধীদের গ্রেফতার ও অপরাধ নির্মুলে পুলিশকে সহযোগীতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW