শেয়ারবাজারকে শক্তিশালী করতে উদ্যোগী সরকার: অর্থ উপদেষ্টা

এফএনএস : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৯ পিএম : | আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
শেয়ারবাজারকে শক্তিশালী করতে উদ্যোগী সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ/ফাইল ছবি

শেয়ারবাজারকে শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।  

অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের অর্থনীতি ব্যাংক ঋণনির্ভর, যা টেকসই নয়। শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে শেয়ারবাজারের ব্যবহার বাড়াতে হবে। আমাদের শেয়ারবাজারের গভীরতা এখনো অনেক কম। ভালো কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে আগ্রহী নয়। করপোরেট সুশাসনের অভাব এবং ভালো ব্যবস্থাপনার প্রশ্নের মুখোমুখি হতে না চাওয়ার মানসিকতাই এর প্রধান কারণ।”  

তিনি আরও বলেন, “শেয়ারবাজারের গভীরতা বাড়ানোর জন্য ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে। এ জন্য করের সুবিধাসহ প্রয়োজনীয় নীতি সহায়তা সরকার বিবেচনা করছে। কিছু সরকারি কোম্পানিকে শেয়ারবাজারে আনার উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া, শেয়ারবাজারকে আকর্ষণীয় করে তুলতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে। ভারতের প্রবাসীরা তাদের শেয়ারবাজারে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। আমাদের দেশেও একইভাবে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে।”  

শেয়ারবাজারে সংকট মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে যোগাযোগ কমে গেছে। এ সমন্বয় বাড়ানোর পাশাপাশি বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে দলগতভাবে কাজ করতে হবে।”  

অর্থ উপদেষ্টা শেয়ারবাজারে অতীত ভুল নীতির প্রভাবের বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, “সূচক বাড়লেই সবাই খুশি হন, কিন্তু বাজার যখন অস্বাভাবিকভাবে ওপরে যায়, তখন সতর্ক থাকতে হয়। অতীতে ব্যাংকগুলো বেশি বিনিয়োগ করায় বাজারে সংকট সৃষ্টি হয়েছিল। হঠাৎ বিনিয়োগ কমানোর নির্দেশনা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।”  

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভায় বিএসইসির কমিশনার, ডিএসইর পরিচালক এবং ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

শেয়ারবাজার সংস্কারের সাময়িক চ্যালেঞ্জ মেনে নিয়ে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে