রাজনৈতিক দলগুলোর প্রতি

সংস্কার প্রস্তাবগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:০৭ পিএম : | আপডেট: ১৯ মার্চ, ২০২৫, ০৭:০৯ পিএম
সংস্কার প্রস্তাবগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার আহ্বান ফখরুলের
ফাইল ছবি

রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোর প্রতি সংস্কার প্রস্তাবগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান। তিনি বলেন, “দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও গণতন্ত্রের সঠিক দিশা এখনও খুঁজে পাওয়া যায়নি। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”

বুধবার (১৯ মার্চ) আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা জরুরি। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি দলের ৩১ দফা বাস্তবায়ন করবে।" তিনি আরও বলেন, "দ্রুত নির্বাচনের দাবি স্পষ্ট, কারণ একটি গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা সম্ভব।”

মির্জা ফখরুল উল্লেখ করেন, “বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা অনুরোধ করবো, এগুলো গভীরভাবে পর্যালোচনা করে মতামত দিতে, যাতে সকলের সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়া যায়।”

বিএনপির আয়োজিত এই ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিজেপি মহাসচিব আবদুল মতিন সুদসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বিএনপি নেতাদের মতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে পথ চলার বিকল্প নেই। আগামী নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তারা বলেন, জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে