বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মন্জুর মোর্শেদ আলম বলেছেন, সবার আগে দেশ। জুলাই - আগষ্টে নিহতদের প্রতি শ্রদ্বা জানিয়ে তিনি বলেন, সবার আগে দেশকে বাচাতে হবে। ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে সবার এগিয়ে আসতে হবে। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিষয়ে আমরা সতর্ক রয়েছি যানজট নিরসনে কাজ করতে হবে। গতকাল রোববার বেলা ১১ টায় বরগুনা পুলিশ লাইন্সের ড্রীল শেডে এক সুধী সমাবেশে এ কথা বলেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার বরগুনা নারীও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট রন্জুআরা সিপু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির জেলা জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন। বিএনপি নেতা তালিমুল ইসলাম পলাশ সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাহিদুল ইসলাম। ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল হালিম।