সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখা পোষ্টার সাঁটিয়ে হুমকি

এম এম মামুন; মোহনপুর, রাজশাহী : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:২২ পিএম
storage/2025/january/23/news/90767927ae82a586.jpg

রাজশাহীর মোহনপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মোস্তাকিন বিল্লাহ বাড়ির মেইন গেট ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা পোষ্টার সাঁটিয়ে অশ্লীল গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে এমন লেখা লিখে দেয়ালে সাঁটিয়ে দেয়। এ ঘটনার পর থেকে উদ্বিগ্ন মোস্তাকিম বিল্লাহ পরিবার। এ নিয়ে বৃহস্পতিবার মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোস্তাকিম বিল্লাহ উপজেলা বাকশিমইল ইউনিয়নের পরিজুনপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করেন এবং এলাকায় সমন্বয়ক হিসেবেও তিনি কাজ করছেন। মোস্তাকিম বিল্লাহ বলেন , ‘ঠিক আছে, আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দাবায়ে রাখতে পারবেন না। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। ৫ আগস্টের আগে ও পরে জানামতে, উপজেলার কোনো আওয়ামী লীগ নেতার কোনো রকম কোনো ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলে, ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’। আরে ভাই, আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মানেই মরণশীল। মরতে একদিন হবেই। দেশের জন্য না হয় জীবন দিয়ে দেব।’ এই সময় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন পুলিশ নিজেদের মতো করে বিষয়টির তদন্ত শুরু করেছে। এ হুমকির ঘটনায় থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতে এই ঘটনার তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেটির তদন্ত শুরু হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে