সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে অনুদান

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) : : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৭ পিএম
সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে অনুদান

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল ২৫ হাজার টাকা করে দুটি চেক প্রদান করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে অন্যান্য ভাতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন। উপজেলার মহাদান ইউনিয়নের নলদার গ্রামের আমজাদ ফকিরের ছেলে আরিফুল হাসান (২১) ও ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের (২৪) পরিবারকে এ চেক দেওয়া হয়। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই দুইজনসহ জেলার বিভিন্ন স্থানের পাঁচজন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে