সীতাকুণ্ড প্রেসক্লাবে মাসব্যাপী ইফতার - মাহফিল আয়োজনে ১৫তম রমজানে প্রধান অতিথি হিসেবে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও লেখক নজির আহম্মেদ বলেন, সাংবাদিকরা সব সময় সত্যের পথে অবিচল থাকতে হবে। যারা মিথ্যার পথ বেচে নিয়ে জুলুমবাজদের পক্ষ অবলম্বন করে তারা এক সময় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সুতরাং সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও বিআরডিবির চট্টগ্রাম বিভাগীয় ডাইরেক্ট মোঃ ইউসুফ নিজামী, কলামিস্ট, কবি ও গবেষক জামশেদ উদ্দীন, শেখের হাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের বিপ্লবী সদস্য সচিব মেহেদী হাসান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবে আহ্বায়ক জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গির আলম বিএসসি। এ সময় সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয়ের ৮৪ ব্যাচের ছাত্র, শিক্ষক রাজিব দাস, আব্দুল কাদের লিটন ও আবু বক্কর সিদ্দিকীসহ ৮৪ ব্যাচের পক্ষ থেকে নজির আহমেদ স্যারকেও ফুলের শুভেচ্ছা জানান।