সিংড়ায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০০ পিএম
সিংড়ায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪৭ জন শিক্ষার্থীকে পাঁচ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা শিক্ষাবৃত্তি ও ২৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুলে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিহাদ, আব্দুল মমিন প্রমূখ। 

সূত্রে জানা যায়, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে এই শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে