সিরাজদিখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০১:২৯ পিএম
সিরাজদিখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ৈপাড়া যুব কল্যাণ সংসদ ও গ্রামবাসীর আয়োজনে ১৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ৈপাড়া কোল্ড স্টোর মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার মীরপুর আল হেদায়া ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ড. রফিকুল ইসলাম সিরাজী। বিশেষ বক্তা ছিলেন সিরাজগঞ্জের আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সিরাজী। আলোচক ছিলেন মাওলানা এমদাদুল হক সাইফি, মাওলানা  সোহাইল আহমেদ। মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মো. ফয়সাল মাঝি, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী শাহ আলম শেখ, ব্যবসায়ি জহিরুল ইসলাম তুষার, ডা. সেলিম চৌধুরী, মাস্টার আল মামুন প্রমুখ।  বৃহস্পতিবার মাগরিবের পর থেকে ওয়াজ শুরু হয়ে তবারক বিতরণের মাধ্যমে রাত ১ টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা ওয়াজ শুনতে মাহফিলে উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে