সুজানগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৭:১০ পিএম
সুজানগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগামী ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে