সম্প্রতি সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কথা বলাকে কেন্দ্র করে বিএনপি নেতা মজিবর রহমান খানসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের হাতাহাতি হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামী নেতা ওয়ালিউল্লা বিশ্বাস বাদী হয়ে বিএনপি নেতা মজিবর খানসহ ৫জন নেতা-কর্মীর বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়ের করে। দায়েরকৃত ওই মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সকাল ১১টার দিকে সুজানগর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশ গ্রহণে সুজানগর এনএ কলেজ এলাকা থেকে বের হওয়া বিশাল ওই মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে এক প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় উপজেলা শ্রমিক নেতা আব্দুল মান্নান মোল্লা, বাবু মোল্লা ও এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।