তীব্র পানি সংকট

সুজানগরে ৬হাজার টিউবওয়েল বন্ধ

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০১:৩১ পিএম
সুজানগরে ৬হাজার টিউবওয়েল বন্ধ

চলতি চৈত্র মাসে পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় প্রায় ৬ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ী, অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসা-বাড়ি, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে গেছে। এতে ওই সকল টিউবওয়েলের মধ্যে প্রায় ৬হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। উপজেলার মানিকহাট গ্রামের বিল্লাল হোসেন খান বলেন আমার বাড়ির টিউবওয়েলে গত ১০/১২দিন পানি উঠছেনা। পার্শ্ববর্তী বাড়ির একটি গভীর নলকূপ থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নাবারির কাজ চালাচ্ছি। একই গ্রামের আব্দুল বাতেন বলেন চৈত্র মাস আসার আগে থেকেই আমার টিউবওয়েলে পানি উঠা বন্ধ হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তের সাবমারসিবল ও অগভীর তারা টিউবওয়েল থেকে পানি টেনে এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি। তবে গোসলসহ অন্যান্য কাজ-কর্মে সীমাহীন দুভোর্গ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও অগভীর তারা টিউবওয়েলেও পানি উঠছেনা বলে জানান উপজেলার জোনারামচন্দ্রপুর গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী রওশন আলী। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন ফাল্গুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর তারা টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েল পানি  উঠেনা। তবে ভারি বৃষ্টি হলে ওই সকল বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে