সৈয়দপুরে সোনা চোরাচালান চক্রের সদস্য সাংবাদিক জাভেদ আকতার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ঢাকার আদালতে নেয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজালাল আজহারুল রিমান্ডের আবেদন করেন।জাভেদ আকতার সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মো. জামিল আক্তারের ছেলে। পাসপোর্টে তাঁর ঠিকানা সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া উল্লেখ করা হলেও তিনি শহরের ইসলামবাগ মহল্লায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।
গত ১৬ আগস্ট জিয়াউল ইসলাম নামের এক ব্যক্তি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর পুলিশের হাতে আটক হন। এ সময় তার ব্যাগ তল্লাশিকালে ১২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৯৮০ গ্রাম। বর্তমান
বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। আটক ওই ব্যক্তির বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ধলাগাছ এলাকায়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। এদিকে জিয়াউলকে রিমান্ডে নেওয়া হলে তিনি গত ২৭ নভেম্বর সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় সোনা চোরাচালান চক্রের মূল হোতা হিসেবে সাংবাদিক জাভেদ আকতারের কথা বলেন। পরে গত শনিবার রাতে সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।