স্বর্ণের নতুন দাম নির্ধারণ করল বাজুস

এফএনএস : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৮ এএম : | আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
স্বর্ণের নতুন দাম নির্ধারণ করল বাজুস

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৮১ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।.

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৮১ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২০২ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ২৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ১৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৮ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে