সড়কবাতির বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে রাসিক

এফএনএস এক্সক্লুসিভ: : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩০ এএম : | আপডেট: ৪ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ পিএম
সড়কবাতির বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে রাসিক

সড়কবাতির বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অস্বাভাবিক বিদ্যুৎ বিল গুনতে হিমশিম খাচ্ছে সংস্থাটি। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগে রাজশাহী সিটি করপোরেশনের ৪২ কোটি টাকা বকেয়া জমেছে। এখন ওসব সড়কবাতির প্রয়োজনীয়তা ও অস্বাভাবিক ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। আর রাজশাহী মহানগরীর সড়কবাতির বিদ্যুৎ ব্যয়ের বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান কর্তৃপক্ষ সাবেক মেয়রের উদাসীনতাকেই দুষছেন। অনেকের মতে, ওসব সড়কবাতিতে অনর্থক অর্থ অপচয় করা হয়েছে। রাসিক ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, রাসিকের বিদ্যুৎ বিল বকেয়া নতুন নয়। তবে কয়েক বছরে বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়েছে। বর্তমানে রাসিকের বকেয়া বিদ্যুৎ বিল ৪২ কোটি টাকা। বকেয়া পরিশোধে রাসিকে প্রায়ই চিঠি পাঠানো হয়। মূলত সংস্থাটি নাগরিক সেবায় সংশ্লিষ্ট বলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় না। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা-বহরমপুর-বন্ধগেট, তালাইমারী-কোর্ট, তালাইমারী-কাটাখালী ও আলিফ-লাম-মিম ভাটা থেকে বিহাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কে আধুনিক নান্দনিক সড়কবাতি রয়েছে। প্রায় ১৫ মিটার দূরত্বে বসানো হয়েছে পোল। ওসব সড়কবাতি তুরস্ক, চীন ও ইতালি থেকে আনা হয়। এছাড়া ১৮টি মোড়ে পোলে ফ্লাডলাইটও বসানো হয়েছে। কিন্তু ১০৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সড়কবাতি নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট হচ্ছে। প্রতিদিন চলছে মেরামত বা সংস্কার। অতিরিক্ত সড়কবাতির কারণে রাসিক বকেয়া বিদ্যুৎ বিল টানছে। সূত্র জানায়, রাসিক শুধু সড়কবাতিই নয়, চারটি জোনের পানির পাম্প, বিভিন্ন স্থাপনা ও আরবান হেলথ কেয়ারে ব্যবহৃত বিদ্যুৎবিলও দীর্ঘদিন পরিশোধ করা হয়নি। বর্তমানে বিদ্যুতের অপচয় কমিয়ে বকেয়া পরিশোধ করা হচ্ছে। মূলত প্রতি মাসের বকেয়া পুঞ্জীভূত হয়ে বড় অঙ্কে দাঁড়িয়েছে। এখন প্রতি মাসে ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল শোধ করা হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যম কর্মীদের জানান, বর্তমানে সড়কবাতির রেশনিং চলছে। বিদ্যুৎবিল যা আসার এসেছে। এগুলো ধীরে ধীরে পরিশোধ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে