হাতীবান্ধায় ডিজিটাল সাইনবোর্ডে ‘ জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে, শ্লোগান

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:২৫ পিএম
হাতীবান্ধায় ডিজিটাল সাইনবোর্ডে ‘ জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে, শ্লোগান

লালমনিরহাটের হাতীবান্ধা ক্লিনিকের একটি ডিজিটাল সাইনবোর্ডে ‘ জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে, ভেসে উঠেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) জয়ন্ত কুমার সেন জানিয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) রাতে হাতীবান্ধা ক্লিনিকের দিকনির্দেশনার ডিজিটাল সাইনবোর্ডে এই লেখাটি ভেসে ওঠে।  বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। উপজেলা যুগ্ন আহবায়ক আরাফাত হোসেন ইস্ত্রি জানান, ঘটনা টি শোনার পরেই আমি ওই এলাকায় গিয়েছি। পরে স্থানীয় বিক্ষুপ্ত জনতারা সাইনবোর্ডটি খুলে ফেলেছে। স্থানীয়রা জানিয়েছেন, মোবাইল অ্যাপস এর মাধ্যমে এই লেখা বসিয়েছে। তবে অবশ্যই আওয়ামী লীগের দোসররা এ কাজ করেছে। তারা প্রতিবাদ জানিয়ে এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাক তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানাতে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, মূলত এটি একটি অ্যাপস দিয়ে নিয়ন্ত্রণ করে। অবশ্যই অভিজ্ঞ লোক ছাড়া এটি লেখা সম্ভব নয়। হাতীবান্ধা ক্লিনিকের দিক নির্দেশনার এই সাইনবোর্ডে জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে এই লেখা যারা লিখেছেন তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় যেই চরিত্র থাকবে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে