ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় হিলির পাইকারি বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম । দুই দিন আগে পাইকারি বাজারে পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলো। বর্তমান কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। বাজার করতে আসা হাসান আলী বলেন, দুইদিন আগে ভারতীয় পেঁয়াজ বাজারে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। হঠাৎ করে প্রকার ভেদে কেজিতে ১০ টাকা বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই ভাবে দাম বাড়ায় বিপাকে পরতে হচ্ছে আমাদের তম নিম্ন আয়ের মানুষদের। পেঁয়াজ দামটা ৫০ থেকে ৬০ টাকার মধ্য হলে কিছুটা ভালো হতো। হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রিতে আতাল গনি ওসমানী বলেন, হঠাৎ করে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এবং আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে গিয়ে বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। এদিকে দাম বাড়ায় বেচা-কেনা আগের তুলনায় অনেক কমে গেছে এমন টায় বলে বিক্রেতা। বিক্রেতা আরো বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দাম আবারোও সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মনে করেন। এবং দাম কমে আসলে বেচা কেনা বাড়বে এমন টায় মনে করেন তারা। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক ছিলো। হঠাৎ করে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কিছুটা প্রভাব পরেছে আমদানি করা পেঁয়াজের উপরে। আমদানি বাড়লে আরো পেঁয়াজের দাম করে আসবে । তিনি আরো বলেন, এই বন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়ে থাকলেও বর্তমান তা ৫ থেকে ৭ ট্রাক বন্দরে প্রবেশ করছে।