হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫১ এএম : | আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবীতে ভারত অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশের কারনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পৌনে এক ঘন্টা বন্ধের পর পুনরায় দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় পুনরায়  ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি বানিজ্য শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টায় ভারতের জাতীয় কংগ্রেস দিনাজপুর জেলা শাখা ও শ্রমিক সংগঠন (ইনটাক) যৌথভাবে ভারত অভ্যন্তরে সড়ক বেরিকেট দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এতে করে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়। এসময় তারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ন দাশ এর গ্রেফতার এর প্রতিবাদ ও মুক্তির দাবী জানান। তাদের এসব দাবী পুরন না হলে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের হুমকি দেন। পরবর্তীতে তারা বিক্ষোভ সমাবেশ করলে সড়ক থেকে বেরিকেট সরিয়ে নেয় বিএসএফ। এর পুনরায় বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বিভিন্ন দাবীতে ভারত অভ্যন্তরে কংগ্রেস মিছিল মিটিং করে। যার কারনে বন্দর দিয়ে পৌনে এক ঘন্টা আমদানি রফতানি বন্ধ ছিল। পরবর্তীতে তাদের সমাবেশ শেষ হলে আবারো বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য শুরু হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে