১০০টি নয়, ৫টি অর্থনৈতিক জোন দাঁড় করাতে চায় বেজা

এফএনএস : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৮ পিএম : | আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
১০০টি নয়, ৫টি অর্থনৈতিক জোন দাঁড় করাতে চায় বেজা

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে আগামী ১০ বছরের মধ্যে ৫টি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চল সম্পূর্ণভাবে প্রস্তুত হবে, যার ফলে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রয়োজন নেই, আগামী ১০ বছরে ১০টি তৈরি করা গেলে বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।” বেজার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে সরকারী ৫টি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস, পানি, বিদ্যুৎ এবং যোগাযোগসহ সব ধরনের সুবিধা প্রদান করা হবে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও জানান, ২০২৬ সালের শেষে বেজা ১৩৩টি দেশি ও বিদেশি বিনিয়োগকারীকে যুক্ত করবে এবং তাদের মাধ্যমে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে, যা আড়াই লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করবে। এই ৫টি অঞ্চলের মধ্যে রয়েছে—জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট (সিলেট) অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল এবং জাপানিজ অর্থনৈতিক অঞ্চল।

বর্তমানে বেজা ১৯টি অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরু করেছে, যেখানে ১২২টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। ৭,২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ৪৫,০০০ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমাদের লক্ষ্য হল এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলকে সম্পূর্ণভাবে শিল্পায়িত করে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও অঞ্চলের কাজ শুরু করা।”

এছাড়া, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পিপিপি মডেলে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনাও রয়েছে, এবং সরকারের লোকসানী মিল ও কারখানাগুলোর স্থানে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা ভাবা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে