সম্প্রতি বেঙ্গালুরুতে এক যুবক আত্মহত্যার আগে একটি ভিডিও রেকর্ড করে জানিয়েছেন, তার মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে স্ত্রী এবং স্ত্রীর পরিবার দায়ী। তাদের অত্যাচার, হেনস্থার জন্যই মূলত এই চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তিনি। এর সঙ্গে তার লেখা একটি ২৪ পৃষ্ঠার সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে যখন ভারতজুড়ে তোলপাড়ের সৃষ্টি তখনই এই ঘটনায় বিতর্কিত মন্তব্য করলেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। কঙ্গনা বলেন, ‘এই ভিডিও সত্যিই হৃদয়বিদারক। ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে সব কিছু ঠিক থাকে। এসবের জন্য দায়ী বামপন্থা বা ভুয়া নারীবাদের চরম নিন্দা করি। অভিনেত্রী বলেন, ‘এই একজন নারীকে উদাহরণ হিসেবে গণ্য করাই উচিত নয়। যেসব মহিলার সঙ্গে সত্যিই প্রতারণা করা হয়, তাদের ঘটনাগুলোকে আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। কারণ, ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে।’ কঙ্গনার এই মন্তব্যে চটেছেন নেটিজেনরা। তারা মানতে নারাজ, ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে। এক নেটিজেনের কথায়, ‘এমন মানুষের থেকে প্রতিক্রিয়া নেওয়াই উচিত নয়। ইনি নিজেই একজন শোষণকারী। তার নিজেরই বলা ৯৯.৯৯ শতাংশ ঘটনা মিথ্যা।’ কেউ লিখেছেন, ‘৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষরাই দোষী ? কীভাবে তিনি এই তথ্য পেলেন ?’ আবার কেউ কেউ তাকে সোজা ভাষায় 'ফিমেল শভিনিস্ট' বলে সম্বোধন করেছেন।