ভোলার বোরহানউদ্দিনে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয় গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নিয়ে। তাদের সন্তান হারোনা হৃদয়স্পর্শী কথা তুলে ধরেন।
আজ (১৮ ফেব্রুয়ারী ) মঙ্গলবার বেলা ১১টায় বোরহানউদ্দিন পৌরসভা হলরুমে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য খালেদ মাসুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন বলেন- আজ আমরা বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি, এই রাইজিং মানে সকলে একত্রিত হয়ে জেগে উঠা। জুলাই বিপ্লবে শহীদ নাহিদ ইসলামের মায়ের বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, শহীদ নাহিদ ইসলামের মা যখন কাঁদে তখন আমি অন্য দিকে তাকিয়ে ছিলাম, দেখলাম নাহিদ ইসলামের মায়ের সাথে অন্য মায়েরাও কাঁদে, এরই নাম আমাদের বাংলাদেশ । আমাদের দেশে যখন এক মা কাঁদে তখন অন্য মায়েরাও কাঁদে, আমাদের দেশে যখন এক বাবা কাঁদে তখন অন্য বাবারাও কাঁদে। জুলাই বিল্পবে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের আমরা কি করে ভুলব। তাদের প্রাণ ত্যাগের বিনিময় না হলে আজ আমরা নতুন বাংলাদেশ পেতাম না। নতুন করে সংবিধান ও নির্বাচনের কথা বলতে পারতাম না। এখন অনেকের মুখে দেখবেন নতুন নতুন করে নির্বাচনের কথা ফুটছে। গত ৭মাস আগেও তাদের মুখে নির্বাচনের কোন কথা ছিল না। তারা মাঠে পর্যন্ত দাড়াতে পারত না। অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। শহীদের যারা প্রাণ কেড়ে নিয়েছে। তাদের বিচারের আওতায় আনতে হবে এবং বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সেল সম্পাদক আবদুল্যাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সদস্য মো: রাকিব হোসেন, বোরহানউদ্দিনের নাগরিক কমিটির প্রতিনিধ সদস্য মেহেদি হাসান শরীফ, মো: আতিকুর রহমান নকিব ও দৌলতখান রাইজিং এর আবদুল্লাহ সহ অন্যান্যরা।