চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় রহনপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। মতবিনিময় সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মুরশালিন, ইউপি সদস্য মুনিরুল ইসলাম মুকুল। ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, ইমাম, পুরহিত, এনজিও কর্মী, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ী, কৃষক,আদিবাসী লিডার, সাংবাদিকসহ প্রায় ৫০ জন এই কমিউনিটি মতবিনিময় সভায় অংশ নেয়।
বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয়।আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ নেওয়া হয়।