লং মার্চের ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৯ পিএম
লং মার্চের ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সোমবার শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন, তবে আন্দোলনকারীরা লং মার্চের ঘোষণা দেওয়ার পরপরই সড়ক ছেড়ে দেন। যদিও তারা কবে লং মার্চ শুরু করবেন তা নির্ধারণ করেননি, তবে ভবিষ্যতে একটি দিন ঠিক করে সকলের সঙ্গে আলোচনা করে কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন নেতা।

প্রতিবাদী নেতারা জানিয়েছেন, জুলাই-অগাস্ট অভ্যুত্থানে আহতরা তিনটি মূল দাবির পক্ষে লং মার্চ করতে প্রস্তুত। তারা অভিযোগ করছেন, তাদের মধ্যে কিছু নির্বাচিত আহতদের জন্য সুবিধা প্রদান করা হচ্ছে, কিন্তু বাকিদের এই সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা তারা বৈষম্য হিসেবে দেখছেন।

দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড় অবরোধ করা হলে সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে অফিসগামী কর্মচারীরা ও সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েন। বিকল্প সড়কে যান চলাচল করলেও চাপ বৃদ্ধি পায়, এবং শহরের বিভিন্ন এলাকায় গাড়ির জটলা দেখা যায়।

আন্দোলনকারীদের একজন নেতা আরমান জানান, "আমরা তিন দাবিতে লং মার্চ করব। সব আহতরা এতে অংশ নেবেন। সবার সঙ্গে আলোচনা করে আমরা তারিখ ঘোষণা করব।" পুলিশ জানায়, তারা সড়ক ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

তবে, আন্দোলন চলাকালীন সময় সাংবাদিকদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগও উঠেছে। বেশ কিছু গণমাধ্যম কর্মী জানান, তারা সড়ক অবরোধের ছবি তোলার চেষ্টা করলে আন্দোলনকারীরা তাদের হুমকি দেয় এবং তথ্য সংগ্রহ করতে বাধা দেয়। সাংবাদিকদের সঙ্গে এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলেও আন্দোলনের নেতা আরমান এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

এই আন্দোলন ও কর্মসূচি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দেয়— আঘাতপ্রাপ্তদের সমস্যা ও তাদের দাবিগুলোর প্রতি যথাযথ মনোযোগ প্রয়োজন। ক্ষতিগ্রস্তদের শান্তিপূর্ণভাবে তাদের দাবির প্রতি সমর্থন জানানো এবং দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে