বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন গোবিন্দর স্ত্রী সুনীতা

এফএনএস বিনোদন | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৪:০৭ পিএম
বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন গোবিন্দর স্ত্রী সুনীতা
জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা

বলিউডে তারকা দম্পতিদের সম্পর্কের উত্থান-পতন নতুন কিছু নয়। তবে সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা। বেশ কিছুদিন ধরেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। বলা হচ্ছে, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তারা।

গুঞ্জনের সূত্রপাত হয় যখন শোনা যায়, গোবিন্দর সঙ্গে এক তরুণ মারাঠি অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি গোবিন্দ। কিন্তু তার স্ত্রী সুনীতা বিভিন্ন সময় কিছু মন্তব্য করে জল্পনার আগুন আরও উসকে দিয়েছেন। একবার তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন, তার স্বামী ‘ভ্যালেন্টাইনের’ সঙ্গে রয়েছেন! তার এই মন্তব্যের পরই নতুন করে আলোচনার সূত্রপাত হয়।

অন্যদিকে, শোনা যাচ্ছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। এমনকি তিনি প্রার্থনা করেছেন, যেন আগামী সাত জন্মেও গোবিন্দকে স্বামী হিসেবে না পান। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি তিনি।

এদিকে, স্বামী-স্ত্রীর আলাদা বসবাস নিয়েও চলছে নানা গুঞ্জন। জানা গেছে, বর্তমানে গোবিন্দ থাকছেন তার ব্যক্তিগত বাংলোয়, আর সুনীতা উল্টো দিকের একটি আলাদা বাড়িতে। এ নিয়ে প্রশ্ন উঠলে অবশেষে মুখ খুলেছেন সুনীতা। তিনি স্পষ্টভাবে জানান, এটি তাদের নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তার ভাষায়, ‘আমাদের মেয়ে বড় হয়েছে, আমি বাসায় আরামদায়ক পোশাক পরতে চাই, কিন্তু গোবিন্দ এখন রাজনীতির সঙ্গে যুক্ত। তার অফিসের কর্মকর্তারা প্রায়ই আমাদের বাড়িতে আসেন। তাই নিজেদের গোপনীয়তা রক্ষার জন্য আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে এবং গোবিন্দকে আলাদা করতে পারবে। যদি কেউ এমনটা ভেবে থাকে, তাহলে সামনে আসুন!’

গোবিন্দর পায়ে গুলির ঘটনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। গত বছর অক্টোবর মাসে নিজের বাড়িতেই দুর্ঘটনাবশত তার পায়ে গুলি লাগে। এ নিয়ে বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেত্রী শিল্পা শেঠি মজার ছলে প্রশ্ন তুলেছিলেন, ‘সুনীতাই কি রাগের মাথায় গুলি করেছেন?’ যদিও গোবিন্দ স্পষ্ট করে জানান, ঘটনার সময় সুনীতা মন্দিরে পূজা দিচ্ছিলেন।

বর্তমানে বলিউড মহলে সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি গোবিন্দ ও সুনীতার সম্পর্কে চিড় ধরেছে, নাকি এটি নিছকই গুঞ্জন? সময়ই এর উত্তর দেবে। তবে আপাতত সুনীতার বক্তব্যে মনে হচ্ছে, তাদের সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন চলুক, তারা একসঙ্গে থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।