পূর্বধলায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০২:০৮ পিএম
পূর্বধলায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

নেত্রকোনা জেলার পূর্বধলায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর ৮ মে বিকেল ৪টায় ডাকবাংলোতে অনুষ্ঠিত হয়। পূর্বধলা সাহিত্য সংস্কৃতি সংঘ এর আয়োজন করেছে। উক্ত সংঘের সভাপতি ও  জাগ্রত সাহিত্য পত্রিকার সম্পাদক কবি জাকির হোসেন তালুকদার এতে সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন-কবি-প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী ফরিদ আহমেদ দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ জামালপুর শাখার সভাপতি ও সৈকত সাহিত্যপত্রের সম্পাদক এবং ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, হালুয়াঘাটের প্রভাষক কবি জালাল উদ্দীন আহমেদ, পূর্বধলার কবি আসলাম মিয়া, সাহিত্য সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ্, কবি  উত্তম কুমার তালুকদার, কবি রায়হান উদ্দিন আহমেদ ফাহাদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে