দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক, প্যাকেজে খরচ কত?

নিজস্ব প্রতিবেদক
: | আপডেট: ২০ মে, ২০২৫, ০২:০০ পিএম : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০১:২৮ পিএম
দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক, প্যাকেজে খরচ কত?

দেশের ইন্টারনেট জগতে যুক্ত হলো নতুন একটি অধ্যায়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক অবশেষে বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

বিশ্বের নানা প্রান্তে ইন্টারনেট বিপ্লব ঘটানো এই সেবাটি এখন থেকে বাংলাদেশের গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন। এতে উচ্চগতির, নিরবচ্ছিন্ন ও আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে—যা বিশেষভাবে উপকারী হবে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের জন্য, যেখানে এখনো ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, রোববার (১৯ মে) স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু করে। ওই দিনই প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও বিষয়টি নিশ্চিত করে।

প্রথম ধাপে স্টারলিংক বাংলাদেশের গ্রাহকদের জন্য দুটি পৃথক প্যাকেজ চালু করেছে:

১। রেসিডেনশিয়াল প্যাকেজ

মাসিক খরচ: ৬০০০ টাকা

উপযোগী: উচ্চগতির ইন্টারনেট ব্যবহারকারী, গৃহস্থালি ও ছোট অফিসের জন্য

২। রেসিডেনশিয়াল লাইট প্যাকেজ

মাসিক খরচ: ৪২০০ টাকা

উপযোগী: তুলনামূলক কম খরচে ইন্টারনেটসেবা প্রত্যাশী গ্রাহকদের জন্য

তবে যেকোনো প্যাকেজ গ্রহণ করতে হলে শুরুতেই এককালীন ৪৭,০০০ টাকা ব্যয়ে একটি সেটআপ কিট সংগ্রহ করতে হবে। এই কিটের মধ্যে থাকবে স্যাটেলাইট ডিশ, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় সরঞ্জাম, যা ইন্টারনেট সংযোগ স্থাপন নিশ্চিত করবে।

স্টারলিংকের অন্যতম আকর্ষণীয় দিক হলো—এতে কোনো স্পিড বা ডেটা সীমাবদ্ধতা নেই। গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ অপ্রতুল বা অনুপস্থিত।

বাংলাদেশের আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার করে সংযোগের আবেদন করতে পারবেন।

যদিও খরচ তুলনামূলকভাবে বেশি, তবে যারা নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা খুঁজছেন—বিশেষ করে শহরের বাইরের এলাকায়, তাদের জন্য এটি হতে পারে কার্যকর সমাধান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে