রাজারহাটের ইসলামিক রিলিফ বাংলাদেশের চাল বিতরণ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১০ এএম
রাজারহাটের ইসলামিক রিলিফ বাংলাদেশের চাল বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্বনির্ভর দল সমূহে খাদ্য গুদাম প্রতিষ্ঠার জন্য চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজারহাট উপজেলা প্রজেক্ট অফিসে ইসলামিক রিলিফ বাংলাদেশ ইউকের সহযোগীতায় উপজেলার ১১০টি দলের ২৭৫০জন উপকারভোগীদের মাঝে পর্যাক্রমে চাল বিতরণ করা হয়। উপজেলার ১১০টি গ্রুপে এ চাল বিতরণ করেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ মনজুরুল ইসলাম ও প্রজেক্ট এ্যাসিটেন্ট অফিসার অঞ্জলী রানী রায়। উপকারভোগী গ্রুপে ৫০ কেজি করে চাল এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়। উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ মনজুরুল ইসলাম বলেন, এক সময় এদেশে ধার-দেনা চলছিল। কালক্রমে সেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই সেটিকে ধরে রাখতে ইসলামিক রিলিফ বাংলাদেশ ফুড ব্যাংক কর্মসূচী চালু করেছে। প্রতিজন উপকারভোগীকে প্রতি সপ্তাহে মুষ্টির চাল দলের ফুড ব্যাংকে জমা দিতে হয়। সেই চাল এবং আমাদের দেয়া চাল একত্রিত করে ফুড ব্যাংকে জমা রাখা হবে। প্রতিটি দলে ২৫জন করে উপকারভোগী রয়েছে। যদি কোন উপকারভোগীর খাবার চালের প্রয়োজন পড়ে তাহলে সে ওই দলের ফুড ব্যাংক থেকে চাল ধার নিতে পারবেন। আবার যখন পরিবারে খাবার সংকটের উত্তরণ হবে তখন ওই উপকারভোগীকে ধার নেয়া চাল ফেরত দিতে হয়। এভাবে এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভর হয়ে উঠবে।

আপনার জেলার সংবাদ পড়তে