গফরগাঁওয়ে

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের মতবিনিময়

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৫:৩৪ পিএম
সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার। এসময় আরও উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় দেশের চলমান পরিস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে