মধুখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৩:৩১ পিএম
মধুখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর চলমান অভিযানে উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে পলাশ (৪৫) কে ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও মাদক বিক্রেতার নগদ টাকা সহ আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের এম এ মান্নানের ছেলে। 

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬আগস্ট) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধঁরপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ঔ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তার নিকট হতে ১৫হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার টাকা মূল্যের ৮৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন তার সাথে থাকা অন্য ব্যক্তি পালিয়ে যায়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে