নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয় আনোয়ার হোসেন (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার কাবিলপুর ইউপির ২নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের আবুল খায়ের কোম্পানীর ছেলে। সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে উপজেলার ছমিরমুন্সির হাট বাজারের মোহাম্মদিয়া মিনি চাইনিজ হোটেলের সামনে থেকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাকে সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সেনবাগ থানার অফিসা ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে সেনবাগ থানা মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারক আদালতে প্রেরণ করা হয়।