দিনাজপুরের চিরিরবন্দরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা সভাপতিত্ব করেন।
এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলামসহ সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।