নাগেশ্বরীতে বিএনপির যৌথ সভা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৭ পিএম
নাগেশ্বরীতে বিএনপির যৌথ সভা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মী ও জনসাধারণকে সাথে নিয়ে বিএনপির যৌথ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠেনের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় পূর্ব দুধকুমারের বন্ধু বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, সাবেক সভাপতি নুরন্নবী দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, কৃষকদলের আহ্বায়ক হাসান হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দল কাইয়ুম রুমন, সদস্য সচিব আজিজুল হক, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমানসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে