সিলেটে অবৈধ ব্যাটারিচালিত রিকশাচালকদের উস্কানির অভিযোগে বাসদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। শনিবার দুপুরে সিলেট নগরী থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট শহরে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা এক চালকের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের প্রধান ফটক, কোর্ট পয়েন্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ চালকরা ভাঙচুর চালায় এবং ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর আগে নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
আটকের আগে আজ দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আবু জাফর ও প্রণব জ্যোতি পাল নেতৃত্ব দেন।