সরকারি ভবন নির্মাণে শ্রমিকলীগ নেতার বাঁধা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৫:০৮ পিএম
সরকারি ভবন নির্মাণে শ্রমিকলীগ নেতার বাঁধা

শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মডেল গ্রাম সমবায় সমিতির ভবন নির্মানে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত বছরের ৫ আগস্টের পর গ্রাম ছেড়ে ঢাকায় আত্মগোপন করে থাকা ওই শ্রমিকলীগ নেতা বিভিন্ন দপ্তরে মনগড়া অভিযোগ দায়ের করায় সরকারি ভবন নির্মান কাজ থমকে গেছে বলে অভিযোগ করেন সমিতির সদস্যরা। ফলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে হোসনাবাদ মডেল গ্রাম সমবায় সমিতির সদস্য আজিম আকন, মনিরুজ্জামান আকনসহ একাধিক সদস্যরা বলেন, সমিতির ভবন নির্মানের জন্য জমির মালিক স্থানীয় শাহ আলম রাড়ী ২০২২ সালে ১৫ শতক জমি দান করেন। পরবর্তীতে ২০২৪ সালে ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে মাদার ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে ভবন নির্মানের কাজ শুরু করা হয়। নির্মান কাজ শুরুর দুইদিন পরই স্থানীয় বাসিন্দা শ্রমিকলীগ নেতা রবিউল ইসলাম সুমনের আবেদনের প্রেক্ষিতে বরিশাল সহকারী জজ আদালত থেকে জমির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে ভবন নির্মানের কাজ বন্ধ হয়ে যায়। 

তারা আরও বলেন-একই বছরের ৭ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলে পূনরায় ভবন নির্মানের কাজ শুরু করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো আদেশ জারি করা হয়। গত ১২ আগস্ট স্ট্যাটাস-কো’র মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরও সে (রবিউল) বিভিন্ন দপ্তরে মনগড়া অভিযোগ দায়ের করে সরকারি ভবন নির্মান কাজ বন্ধের পাঁয়তারা চালাচ্ছেন।

অভিযোগ করে তারা আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রবিউল ইসলাম সুমন নিজেকে ঢাকা মহানগর শ্রমিকলীগের সহসভাপতি পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে ভবন নির্মানে বাঁধা প্রদান করেছেন। বর্তমানে সে নিজের রাজনৈতিক পরিচয় গোপন রেখে বিভিন্ন কৌশলে এখনো সেই ধারা তিনি অব্যাহত রেখেছেন। উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে ভবন নির্মানের কাজ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু আদাতলের নিষেধাজ্ঞা থাকায় এতোদিন নির্মান কাজ বন্ধ ছিলো। 

তবে সরকারি ভবন নির্মানে বাঁধা প্রদানের অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম সুমন বলেন, জমি দানকারী শাহ আলম রাড়ীর সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত থেকে জমির ওপর স্থিতিবস্থা জারি করা হয়েছে। যে কারনে ভবন নির্মান কাজ বন্ধ ছিলো।

আপনার জেলার সংবাদ পড়তে