নাটোরের লালপুরে ৬৫৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন। শনিবার ১১ অক্টোবর নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন লালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন মহাসচিব ইস্কান্দার হাওলাদার, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব আলহাজ উদ্দিন রোহিত, বিশিষ্ট চিকিৎসাবিদ রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, আহত জুলাই যোদ্ধা মুস্তাফিজুর রহমান, অভিভাবক জয়নাল আবেদীন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এসোসিয়েশনভূক্ত উপজেলার ১৭ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রাথমিক পর্যায়ে ২০২২ হতে ২০২৪ সাল পর্যন্ত বৃত্তি প্রাপ্ত ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।