চাঁদপুর সদর উপজেলায় ইয়াবা সহ তালিকাভুক্ত মাদক কারবারি ও শাহরাস্তি উপজেলা থেকে পরোয়ানাভুক্ত চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে
যৌথ বাহিনী। ১৫ অক্টোবর, ২০২৫ ইং তারিখ চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তাতে বলা হয়,
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ১৫ অক্টোবর স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি এলাকা থেকে মাদক কারবারি মো. আফসার প্রধান (২৫)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, এদিন দুপুর ২.২০ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া এলাকা থেকে তালিকাভূক্ত আসামী মোঃ আবুল বাশার (৫০) 'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নামে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন এর মতো একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।