চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছা নাশক ঔষধে ঝলসে গেছে ধানক্ষেত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৫:০১ পিএম
চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছা নাশক ঔষধে ঝলসে গেছে ধানক্ষেত

দিনাজপুরের চিরিরবন্দরে দুর্বৃত্তের দেয়া আগাছা নাশক ঔষধে ঝলসে গেছে কৃষকের স্বপ্নের ধানক্ষেত। এ ঘটনাটি উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে গত ১৪ অক্টোবর মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ঘটেছে। 

জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামের  আব্দুল গফুর (৬৫) নামে এক কৃষকের মঙ্গলবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগাছানাশক ওষুধ স্প্রে করে ২৪ শতক জমির বোরো ধানক্ষেত ঝলসিয়ে দিয়েছে। 

কৃষক আব্দুল গফুর জানান, আমি একজন রিকশাভ্যান চালক। রিকশাভ্যান চালিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। আমি ঋণ করে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান চাষ করে পরিবারের ৬ মাসের চালের জোগান হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে দিয়ে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে। পরেরদিন সকালে তিনি জমিতে গিয়ে দেখতে পান ক্ষেতের ধানগাছ পুড়ে লালচে ফ্যাকাশে হয়ে গেছে। বিষয়টি তিনি উপজেলা কৃষি অফিসকে অবহিত করেছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, বিষয়টি অবহিত হয়ে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করতে বলা হয়। ওই উপসহকারী কৃষি কর্মকর্তা পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগের পক্ষ থেকে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করা হবে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ ব্যাপারে বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে