সিলেট প্রেসক্লাবে রুবেলের পাল্টা সংবাদ সম্মেলন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ পিএম
সিলেট প্রেসক্লাবে রুবেলের পাল্টা সংবাদ সম্মেলন

সিলেটের সুলভ বস্ত্রালয় ও শুকরিয়া মার্কেট নিয়ে এম এ মোশতাকের অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে দাবি করেছেন উদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সজিবুর রহমান রুবেল। তিনি বলেন, সুলভ বস্ত্রালয়ের পরিচালনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই, প্রতিষ্ঠানটি মোশতাক ও মেহবুব বাবু পরিচালনা করে আসছেন।

রুবেল দাবি করেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত, কিন্তু মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। ‘সুলভ সার্ভিসিং সেন্টার’ তার ব্যক্তিগত ব্যবসা বলে উল্লেখ করে তিনি জানান, সব বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। ট্রেড লাইসেন্স জালিয়াতির মামলায় মোশতাক দোষী সাব্যস্ত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শুকরিয়া মার্কেটের দোকান কেনায় পারিবারিক সহায়তা থাকলেও মালিকানা দাবি করেননি। বরং মোশতাকদের ব্যবসায়িক ঋণের জন্য তারা পৈতৃক সম্পত্তি বন্ধক রেখে সহায়তা করেছেন, কিন্তু সেই ঋণের কিস্তি তারাই পরিশোধ করছেন। শেষে, রুবেল তার ও পরিবারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে