মাদক কারবারীর ঘর থেকে পিস্তলসহ একজন গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৬:২১ পিএম
মাদক কারবারীর ঘর থেকে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের চিহ্নিত মাদক কারবারী রফিক হাওলাদারের ঘরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

অভিযানের খবর পেয়ে মাদক কারবারী রফিক কৌশলে পালিয়ে গেলেও মঙ্গলবার (২১ আক্টোবর) সকালে ঢাকার বানানী এলাকা থেকে পুলিশ রফিককে গ্রেপ্তার করেছে। ওইদিন দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন-রফিক হাওলাদার দক্ষিণ শোলক গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানার এসআই মাহফুজুল হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানিয়েছেন, মাদক কারবারী রফিক হাওলাদারের কাছে একটি পিস্তল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযানে যায়। এসময় রফিক কৌশলে পালিয়ে গেলেও যৌথ বাহিনীর সদস্যরা রফিক হাওলাদারের বসত ঘর থেকে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি উদ্ধার করেন।


আপনার জেলার সংবাদ পড়তে