কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:৩০ পিএম
কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি

ঝিনাইদহের কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার মিনি স্টেডিয়াম মাঠে বিকাল ৩ টায় জনসভা ও পরে শহরে র‌্যালি বের হয়। কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথীর বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন ,জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির সয়সল, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ , ঝিনাইদহ জেলা জাকের পার্টির সভাপতি ইসহাক আলী বিশ্বাস। জনসভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি হাবিবুর রহমান । 

প্রধান অতিথীর বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী বলেন, আজ মানুষের নূন্যতম অধিকার টুকু নেই । মানুষের অধিকার ফিরিয়ে দিতে জাকের পার্টি বদ্ধ পরিকর। সে সময় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে জাকের পার্টিকে সমর্থনের আহ্বান জানান তিনি। জনসভা শেষে জাকের পার্টি পৌরসভার মিনি স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের করে । র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার মিনি স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে