নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট নিয়ে গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন মেজর (অব.) আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম প্রিন্স।
শুক্রবার বিকেলে লোহাগড়া,লক্ষীপাশা ও ইতনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি সমর্থক, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা বলেন,তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশকে পুনর্গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে। গণসংযোগ চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কাজী মনজুরুল ইসলাম প্রিন্স বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ। জনগণ পরিবর্তন চায়-আমরা সেই পরিবর্তনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”